Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বন্যায় ১০ ব্রীজ ও ৩৪৫ কিঃমিঃ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি

 

 

মোঃ আব্দুল হান্নানঃ-নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদাতা

 

এবারের বন্যা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ১৩ টি ইউনিয়নে ছোট বড় ১০ টি ব্রীজ ও ৩৪৫ কিঃমিঃ রাস্তার ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে।আরো কয়েকটি ব্রীজ ঝুকিতে রয়েছে। বেড়িবাঁধ সহ বিভিন্ন এলাকায় একের পর এক সেতু ভেঙে পড়ছে।

হঠাৎ করেই রন্যার পানির তীব্র স্রোতে বুড়িশ্বর ইউনিয়নের চাঁনপাড়ার গঙ্গা নগর সংযোগ সড়কের ব্রীজটি পূর্বদিক হেলে যায়। পরের দিন সকালে পুরো ব্রীজটি বন্যার পানিতে বিলীন হয়ে যায়।

শুধু চাঁনপাড়া গঙ্গানগর ব্রীজই নয়, এই বন্যায় নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছোট-বড় মিলে প্রায়১০টি ব্রীজ ও কালভার্ট পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু ব্রীজ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।নাসিরনগর বুড়িশ্বর দুই সীমানায় মহাখালের উপর নির্মিত প্রায় ৭০ বছর বয়সী ব্রীজটিতে ঝুকি নিয়ে পারাপাড় হচ্ছে মানুষ ও যানবাহন। বন্যাকবলিত ১৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়কাঁচা-পাকা মিলে ৩৪৫ কিঃ মিঃ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। সড়কের অধিকাংশই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নাসিরনগর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় রাস্তা ও ব্রীজ-কালভার্টের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়ালনগর, চাতলপাড়, ভলাকুট ও কুন্ডা, ইউনিয়নে। নাসিরনগর উপজেলায় কাঁচা সড়ক রয়েছে প্রায় ২৯৬ কিলোমিটার। পাকা সড়ক রয়েছে ১১২ কিঃমিঃ। এর মধ্যে ইটের সলিং রাস্তা ১৮ কিঃ মিঃ আরসিসি ঢালাইয়ের রাস্তা ১৩ কিঃমিঃ। এ পর্যন্ত সেতু ভেঙেছে ১০টি। এর মধ্যে ভলাকুট ইউনিয়নে দুটি, হরিপুরে দুটি, ফান্দাউকে একটি, গুনিয়াউকে দুটি, গোকর্ণে একটি, কুন্ডায় একটি ও বুড়িশ্বরে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।নাসিরনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলে বন্যায় নাসিরনগরে প্রায় ৩০ কোটি টাকা মুল্যের ব্রীজ ও কালভার্টের ক্ষতি হয়েছে।তবে এই ক্ষতির পরিমান আরো বাড়তেও পারে বলে দাবী করেন এ কর্মকর্তা।

সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,বন্যায় কোনো কোনো এলাকায় পুরো সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সীমাহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোনো কোনো গ্রামীণ রাস্তায় পানি উঠে খানাখন্দ সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি জেনেও চলাচল করছেন স্থানীয়রা, ফলে ঘটছে দুর্ঘটনাও।

এদিকে, বন্যার পানির প্রবল স্রোতে শনিবার ভোর রাত থেকে নাসিরনগর-মাধবপুর আঞ্চলিক সড়কের নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা গ্রামের পাশে একটি বেইলি ব্রিজের সামনের অংশের মাটি সরে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাসিরনগর সদর ইউনিয়নের দাতমন্ডল অংশের একটি সেতুর তিন দিকে মাটি সরে গিয়ে ঝুঁকিতে রয়েছে। এর পর থেকে ওই সেতুর ওপর দিয়ে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়াও উপজেলার কুন্ডা ও গোকর্ণ ইউনিয়নের কুন্ডা-গোকর্ণ সড়কের বেড়িবাঁধ এলাকার সেতু ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু গ্রাম।

 

 

Daily Frontier News