Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বখাটে ইভটিজারদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না ছাত্রী ও অভিভাবকরা

 

মোঃ আব্দুল হান্নানঃ- নাসিরনগর( ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধিঃ-ইভটিজারদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন ছাত্রী ও অভিভাবকরা।এমন অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও এক ছাত্রীর বাবা মোঃ মুসা আলী ছাড়াও বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিপ্লব দেব,আব্দুল জাহের, শিরিন আক্তার,অফিস সহায়ক আব্দুল মান্নান,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডঃ আব্বাস উদ্দিনও প্রধান শিক্ষক মোঃ শওকতুল ইসলামের।
শুক্রবার বিদ্যালয় কক্ষে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকালে এ সমস্ত অভিযোগ করেন তারা।অভিযোগকারীরা জানায়,নুরপুর পুকুর পাড়ের টিনেজার বখাটে মিলন মিয়ার ছেলে বায়জিদ মিয়া, মনসুরের ছেলে জাকির মিয়া, সংগ্রামের ছেলে রাসেল মিয়া, জামালের ছেলে তুর্যয়,রহিমের ছেলে সজিব,ইসমাইলের ছেলে জুবেল মিয়া মিলে,বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আসেপাশে থেকে মেয়েদের টেটকারী মশকারী সহ উত্ত্যক্ত করে।কিছু দিন পূর্বেওএস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিনেও তারা এমন করেছে।তাদের বার বার বুঝিয়ে বলার পরও কিছুতেই থামছে না। গত বুধবার পূর্বের ন্যায় তারা স্কুলের পাশে বসে আড্ডা দিতে শুরু করে।এ সময় মুসা আলীর মেয়ে অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বের হয়ে বাড়ি যেতে চাইলে বখাটেরা তাকে ওড়না ধরে টান মেরে উত্যক্ত করতে থাকে।এ সময় খবর পেয়ে মুসা আলী এগিয়ে এসে বাঁধা দিলে তাকেও টানাহেচঁড়া শুরু করে ও মারপিট করতে উদ্যত হয়।পরে বিকেলে আরেক অভিভাবক সদস্য মোঃ আব্দুল জাহের নুরপুর গরুর বাজারে গেলে ইভটিজাররা তার উপর হামলা চালাল।এ সময় উপস্থিত লোকজন ইভটিজারদের হাত থেকে আব্দুল জাহেরকে রক্ষা করে।বিদ্যালয়ের বিদ্যুৎসাহি সদস্য সহিদ মাষ্টার জানান,এ ঘটনা দেখে আমি তাদের অভিভাবকদের সাথে কথা বলে শনিবার সভাপতি সাহেব ঢাকা থেকে আসার পর বিষয়টি বসে সমাধানের সিদ্ধান্ত করি।মুসা আলী জানান,তারা শালীসের সিদ্ধান্ত মেনে গিয়ে বিকেলে চৈয়ারকুড়ি বাজারে আমার বড় ভাই পান বিক্রেতা এন্তিজ আলীর উপর হামলা চালায়।এখন ছেলে গুলো ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে মারার জন্য দলবদ্ধভাবে ঘুড়ছে।তাদের ভয়ে আমরা এখন নুরপুর সড়ক বাজার,চৈয়ারকুড়ি বাজার ও রাস্তাঘাটে যেতে পারছি না বলেও জানান মুসা আলী।প্রধান শিক্ষক মোঃ শওকতুল ইসলাম জানান,আমি আগেই তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ লিখে রেখেছিলাম।ঢাকা থাকার কারনে জমাদিতে পারিনি।এখন অভিযোগটি জমা দিবেন বলে জানান প্রধান শিক্ষক।

Daily Frontier News