Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১২৫ ভূমি ও গৃহহীন পরিবার

 

মোঃ আব্দুল হান্নানঃ-নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ-

 

২১ জুলাই ২০২২ রোজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২৬,২২৯টি জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সের ‍ মাধ্যমে শুভ উদ্বোধন ও উপকারভোগীদের সাথে মতবিনিময়ের পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা, জমি ও গৃহের চাবি হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগরের মাননীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন চৌধুরী, উপকারভোগী মোঃ ফারুক মিয়া ও সুফিয়া খাতুন প্রমুখ।

সভা শেষে ৩য় পর্যায়ে ( ২য় ধাপে) ১২৫ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহের দলিল ও চাবি প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপকারভোগীগণ।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ১ম ও ২য় ধাপে এ পর্যন্ত ৩৯৭টি এবং ৩য় ধাপে ১২৫ টি গৃহহীন পরিবারকে পুর্নবাসন করা হয়েছে বলে উপজেলা প্রসাশন সুত্রে জানা গেছে।

 

Daily Frontier News