Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে ১২৫ ভূমিহীন পরিবার প্রেস ব্রিফিং এ ইউএনও।

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমির দলিল নামজারির খতিয়ানসহ দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক ঘর পাচ্ছে ১২৫টি ভূমিহীন পরিবার। বুধবার ২০ জুলাই সকাল ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন প্রেস ব্রিফিং এ বলেন, সারা দেশে ২৬,২২৯ টি নিঃস্ব ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর। এ উপলক্ষে আগামীকাল ২১ জুলাই নাসিরনগর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ১২৫ টি পরিবারকে এ সব উপহার তুলে দেয়া হবে। তিনি ব্রিফিংয়ে বলেন, এ প্রকল্পের আওতায় ১ম, ও ২য় ধাপে নাসিরনগর উপজেলায় ৩৯৭ টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আগামীকাল ২১জুলাই আরো ১২৫ টি পরিবার কে এ উপহার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া ২৪৩-(১) সাংসদ, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিতি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান ও সাংবাদিকগণ।

Daily Frontier News