Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৪ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। কর্মশালা উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মুনতাসিব মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মনির হোসেন প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিতসহ গন্যমান্য ব্যক্তিগণ। প্রশিক্ষণ কর্মশালায় ৫ টি গ্রুপ করে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ টি উদ্যোগে নিয়ে গ্রুপের ৫ জন প্রতিনিধি সকল সমস্যা ও সমাধানের লিখিত মতামত উপস্থাপন করেন।

Daily Frontier News