মোঃ আব্দুল হান্নান,
নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের ভূইয়া বাড়ির খোর্শের মিয়ার ছেলে ৬ সন্তানের জনক মোঃ লেচু মিয়া (৫৫) নামে মানষিক ভারসাম্যহীন এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের জেঠাস স্বরুপা বেগম,স্ত্রী ও ইউপি সদস্য হৃদয় মিয়া জানায় লেচু মিয়া বংশগত ভাবে পাগল ছিল।লেচু মিয়ার বড় ভাইও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল।শ্রীর গ্রামের পুলিশ অফিসার আলাউদ্দিন জানায় লেচু মিয়ার বোনেও একটি বাচ্চাকে মেরে পুকুরে পেলে দিয়েছিল। সরুপা বেগম জানায়,লেচু মিয়া গতকাল ৫ শ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ফান্দাউক বাজারে গিয়ে রশি কিনে আসার সময় সরাইল নাসিরনগর মহাসড়কের পাশে বুড়িশ্বরের নিকট একটি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করে।সকালে লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুল্লা সরকার জানায় এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics