সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
জেলার নাসিরনগর উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত।
বুধবার ৬ জুলাই সকালে নাসিরনগর সদর ৫নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকালে সারা দেশের ন্যায় ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ঈদ-উল-আযহা উপলক্ষে অতিদরিদ্র,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কার্ডপ্রতি ১০ কেজি বিনামূল্যে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা (ট্যাগ অফিসার) ফারহানা খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা মোঃ হাকিম রাজা,ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাখাওয়াত হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য মিজানুর রহমান, চিত্ররঞ্জন দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা সজল মিয়া,পরিষদের সদস্য/সদস্যা, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উলেখ্য, নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে ৬ জুলাই ও ৭ জুলাই দুই দিনে মোট ১৩২১২ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৩২,১২০ মে.টন চাল বিতরণ করা হবে। নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ ১১,২০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics