সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির শেষে পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় এঁর সহকারি অধ্যাপক মোঃ আব্দুল হক, চাতলপাড় কলেজের অধ্যক্ষ, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ডাক্তার, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সৈনিকদল, শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ এলাকার সূধীজন। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস এর লিডার মোতাহার হোসেনের নেতৃত্বে ভূমিকম্পে ও অগ্নিকান্ডে বিষয়ক বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে মহড়া প্রদর্শন করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics