Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে পালিত হয়নি ১৫ আগষ্ট : আ’লীগ নেতাকর্মীরা পলাতক

 

রবিউল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) :

শেরপুরের নালিতাবাড়ীতে পালন হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তথা ১৫ আগষ্ট শোক দিবস। দিনটি ছিল বঙ্গবন্ধুর ৪৯ তম মৃত্যুবার্ষিকী। ইতিমধ্যে বর্তমান অন্তবর্তি কালিন সরকার ১৫ আগষ্ট সরকারি ছুটি বাতিল করেছেন। আওয়ামীলীগ সরকারের আমলে দিনটিকে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করতো আওয়ামী লীগ নেতাকর্মীরা। এখনো প্রকাশ‍্যে কাউকে দেখা যায়নি।

৫ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলনের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে গাঁ ঢাকা দিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।

ফলে নালিতাবাড়ী উপজেলার পৌরসভা ও ১২ টি ইউনিয়নের কোথাও গোপনে বা প্রকাশ্যে ১৫ আগষ্ট শোক সভা তথা শোক পালন করতে দেখা যায়নি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম মস্তফা কামাল ও সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনীসহ শীর্ষ নেতারা আত্ব গোপনে রয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ফোন রিসিভ করেননি।

উপজেলা আ’লীগের কয়েকজন দায়িত্ব শীল নেতাকে মোবাইলে পাওয়া গেলেও তারা এবিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।

Daily Frontier News