রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি :-
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বনকূড়া এলাকা হতে লাইসেন্স বিহীন অবৈধ হাতি এবং মাদি হাতি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় মামলা দায়ের করার পর ওই হাতির মাউত আব্দুর রউফকে গ্রেফতার করে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে পুলিশ। রউফের বাড়ি উপজেলার বনকুড়া গ্রামে। আর হাতির মালিক আবদুল করিম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের বাসিন্দা। এর আগে সোমবার (২৫ এপ্রিল) সকালে হাতিটি উদ্ধার করেন শেরপুরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা আবদুল করিম জানান, হাতির মাউত আব্দুর রউফ মালিক আবদুল করিমের কাছ থেকে ভাড়ায় এনে হাতি দিয়ে দেশের বিভিন্নস্থানের হাটবাজারে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছিল। গত রোববার (২৪ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রামে শিকলবন্দী ওই হাতিটি পরিবেশবাদী সংগঠন (Save The Nuture of Bangladesh) সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ নামে নেতৃবৃন্দের নজরে আসলে তারা বিভিন্ন তথ্য সংরক্ষিত করে ও উক্ত অবৈধ হাতির শিরকল বাধা ছবি ও ভিডিও প্রকাশ করে প্রতিবাদ করেন এবং উদ্ধার প্রক্রিয়া করার জন্য বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে অবগত সহ বিভিন্ন তকদির করেন এবং উক্ত অবৈধ হাতি উদ্ধার না হওয়া পর্যন্ত নজরে রাখেন, পরে বন বিভাগের কর্মকর্তারা হাতিটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করার পর পুলিশ হাতির মাউত আব্দুর রউফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
মামলার বাদী বন বিভাগের সদর রেঞ্জকর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, হাতি পালনের বৈধ কাগজপত্র না থাকায় হাতির মালিক আবদুল করিম ও মাউত আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics