ফাতেমা আক্তার মাহমুদা ইভা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদ ও আহতদের স্মরণে শোক র্যালী ও দোয়ার আয়োজন করেছন নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্র ছাত্রীগণ ।
১৪ আগষ্টা বুধবার সকালে চাষাঢ়া শহীদ মিনার চত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে র্যালী ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ও ছাত্র ছাত্রীরা । আইন কলেজের ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভার স্লোগানের আইন কলেজে ছাত্রছাত্রী এবং অধ্যক্ষ সাকোয়াত সাখাওয়াত হোসেন ভূঁইয়া সম্মিলিত র্যালীটি শহরের বিভিন্ন যায়গায় প্রদক্ষীন করে। ছাত্র ছাত্রীগণ নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহদের জন্য দোয়া করেন। এ সময় আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন সভার মধ্যমনি আ্ইন কলেজের প্রিন্সিপাল। উক্ত সময় উপস্থিত ছিলেন সজীব নুর এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি বক্তমব্যের শুরুতেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও আহতদের সুস্থ্যতা কামনা করেন এবং ছাত্রী ছাত্রীদের পক্ষ হতে স্মরণ সভায় দাবি রাখেন অন্তর্বতীকালীন সরকারের পক্ষ হতে জাতীয় পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র/ছাত্রীদের স্মরনে জাতীয় মহীদ দিবস,রাষ্ট্রিয় ছুটি ঘোষনা ,নিহত শহীদদের রাষ্টিীয়ভাবে নামের তালিকা প্রকাশ ও নিহত পরিবারকে রাষ্টীয়ভাবে ভাতা প্রদান করা। বক্তব্য তা্রা আরো জানান বৈষম্যবিরোধী আন্দোলনের কারনে আজ দেশে শান্তির বাতাস বয়ছে সেই সাথে দেশে আইনের শাসন প্রতিষ্টিত হওয়ার নিশ্চিত করনের সুয়োগ সৃষ্টি হচ্ছে। স্মরণ স ভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আইন কলেজের ছাত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা তিনি বলেন আমার ভাইদের রক্ত বিধা যায়নি আজ তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সাথে বাংলার মানুষরা মুক্ত বাতাস অনুভব করতে পারছে। বৈষম্যবিরোধী আন্দেলনরত সকল বীব শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী ও আহতদের সুস্থতা কামনা করছি। ছাত্র-ছাত্রীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ শাহেদ, প্রশান্ত, লতা, সামিয়া, বাধন রুশা কবিতা শাহাদাত লিজা শান্তা মারিয়া এনায়েত
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics