ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত বিভাগের ভারপ্রাপ্ত রেজিষ্টার অধ্যাপক এস.এম. মনিরুল হাসান। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনষ্টিটিউট বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম।
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ গণিত বিভাগের প্রভাষক নুরুল আফসার ও কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর সহকারী সচিব কে.এম সিংহ রতন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খান, যমুনা ব্যাংক নির্বাহী কর্মকর্তা এ.কে.এম বাহাউদ্দিন কোরেশি শুভ খান।
উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, আবদুস সালাম ভূঁইয়া টিটু,
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল সহ অতিথি বৃন্দকে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics