ফ্রন্টিয়ার.নিউজ ডেস্ক রির্পোটঃ-
. কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার সকালে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোঁয়া কাঁদানে গ্যাসে নাঙ্গলকোট এ আর সরকারী উচ্চবিদ্যালয়ের শ্রেণী কক্ষে থাকা ৫০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। শিক্ষার্থীদের আহতের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম তাদের গাড়ী নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব শিক্ষার্থীদের গাড়ী থেকে নামিয়ে কাঁদে করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। শিক্ষার্থী অসুস্থের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই স্কুল শিক্ষার্থী অভিভাবকরা নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics