ফ্রন্টিয়ের.নিউজ ডেস্ক রিপোর্টঃ-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের জন্য আয়োজিত দুইদিন ব্যাপী ( ২০২২) “সিটি কর্পোরেশন সম্পর্কিত অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্য ২৮শে আগস্ট রবিবার ২০২২ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর মহাপরিচালক জনাব সালেহ আহমদ মোজাফফর (অতিরিক্ত সচিব) এবং জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম।প্রশিক্ষণ শেষে উপস্থিত সকল কাউন্সিলরদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানটি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউন (এনআইএলজি) এর আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করে। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ্য
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics