মোঃ মশিউর রহমান, সিনিয়র রিপোর্টারঃ-
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকা তথা ফেরিঘাট সড়কের পূর্ব পাশে একটি বসত গৃহে ১৩ মে, ২০২২ ইং তারিখ শুক্রবার রাত প্রায় ১০ঃ৪৫টার দিকে মোঃ আব্দুল জব্বার শেখের দোতলা ভবনের ছাদে থাকা টিনশেড রুমে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ভিমরুলের বাসা পোঁড়ানো থেকেই আগুনের সূত্রপাত। তথ্যসূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের প্রায় ০২ ঘণ্টা পূর্বে ভবন মালিকের স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্র ছাদের উপরের টিনশেড রুমে একটি ভিমরুলের বাসা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর তারা সেখান থেকে অন্য রুমে চলে যান। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক সিহাব চৌধুরী, সোহেল, ডিস ইলেকট্রিশিয়ান মিজান ও ব্যবসায়ী রনি সিকদার সহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা সময় অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতক্ষণে ওই রুমের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি জানায়। রনি ও সোহেল নামে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে ফেরিঘাট সড়কে অগ্নিকাণ্ডের সংবাদটি জানালে তৎক্ষণাৎ টিমসহ সেখানে পৌঁছায়। এরপর আধাঘণ্টা সময় ধরে অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয় বলে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাসুদ সাহেব সাংবাদিকদের একথা জানান।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics