ক্রাইম রিপোর্টারঃ
নরসিংদী শিবপুর পুটিয়া ভরতেরকান্দীর কুখ্যাত মাদক ব্যবসায়ী নরসিংদী ডিবি পুলিশের হাতে মাদক ও দেশীয় অস্ত্রসহ সশস্ত্র ইয়াবা ব্যবসায়ী অমিত হাছান নিখিল (২৫) আটক। সূত্রে জানা যায় গতঃ১৬ মে আনুমানিক সকাল ১০ ঘটিকায় সাদা পোশাকে তাকে প্রথম আটক করে নিয়ে যায় পরবর্তীতে ৪ ঘন্টা পর ৭০,০০০ হাজার টাকার বিনিময় ছাড়া পায়। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারলে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের চৌকস দল গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এস আই মোঃ নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এস আই নুরে আলম হোসাইন ভরতের কান্দী নয়াপাড়া সেবা ডেন্টাল হলের পিছন থেকে সন্ধ্যা ৭,৩৫ মিঃ অমিত হাসান নিখিলকে দেশীয় অস্ত্র ও ১০০ পিস ইয়াবাসহ আটক করে। পরে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়। কুখ্যাত এই সশস্ত্র মাদকব্যবসায়ী নিখিল গ্রেপ্তার হওয়া এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ সুপার মহোদয় কে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics