মাসুদ রানা বাবুল ঃ
নরসিংদীর মাধবদীতে আন্দোলনকারীদের গণপিটুনিতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুর ১ টার দিকে মাধবদী পৌরসভা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন (৩৬), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেব দেলু, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভুইয়া (৪৫), পৌরসভার ১১ নং ওয়ার্ডের সদস্য বাবুল, আওয়ামী লীগের কর্মী কামাল মিয়া (৪৫) জলিল ।
জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পরে তারা মাধবদী বাজারে প্রবেশের চেষ্টা করে।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌরসভা মোড়ে জড়ো হয়। আন্দোলনকারীদের ঠেকাতে তাদের ধাওয়া ও গুলি ছোঁড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ১৫/২০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়। পরে, ক্ষিপ্ত হয়ে আন্দোলনকারীরা আবারও মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে । এ সময় তাদের গণপিটুনিতে মারা যায় ৬ আওয়ামী লীগ নেতা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics