Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী জেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা সম্পূর্ণ

 

 

আঃছাত্তার মিয়া নরসিংদীঃ-

 

 

আজ ১৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ২০২২ইং উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমাদান সম্পূর্ণ । সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম মনোনয়ন গ্রহন করেন । জানা যায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন পাঁচ জন সংরক্ষিত মহিলা পদে ১৮ জন পুরুষ পদে সদস্য পদে ১১ জন । আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই নির্বাচন কমিশন জানান ইবিএম এর মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে ৭১টি ইউনিয়নের ও ছয়টি পৌরসভার মেয়র চেয়ারম্যান সংরক্ষিত মহিলা কাউন্সিলর সদস্য বৃন্দ । বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সাবেক সকল সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভুইঁয়া, লায়লা কানিজ, মনির হোসেন , লিটু, জলিল সরকার । বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন ভুইঁয়া মনোনয়ন জমা দিতে আসলে তার সাথে আসেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসেত ভূঁইয়া, সাধারণ সম্পাদক টিপু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ । আব্দুল মতিন ভূঁইয়া বলেন আমাকে দ্বিতীয়বার মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নরসিংদীর জনগণের পাশে থাকবো এবং তাদের সেবা করবো পাশাপাশি নরসিংদী জেলা আওয়ামী লীগ , শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে পাশে রাখবো এবং নরসিংদীতে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করব ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন । ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ ।

Daily Frontier News