Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীর মাধবদীতে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন—-মেয়র মোশাররফ

মাসুদ রানা বাবুলঃ-

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিদ্যুতের দাবিতে শ্রমিক জনতার যৌথ আন্দোলনের পর গত ১৯ জুলাই জামায়াত বিএনপি’র অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে মেয়র মোশাররফের নেতৃত্বে আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুললে জামায়াত বিএনপি’র ক্যাডাররা মাধবদী পৌর ভবনে থাকা ৬/৭ টি প্রাইভেট কার ৪/৫ টি মোটর সাইকেলে ও সোনালী টাওয়ারের ভিতরে ও টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে থাকা ৪/৫ টি প্রাইভেট কার ও ৫/৬ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ , ভাংচুর ও লুটপাট করে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে।

.    এ ছাড়াও জামায়াত বিএনপির ক্যাডাররা মাধবদী শহরের বিভিন্ন স্থানে আনন্দী চৌরাস্তা মোড়ের বিভিন্ন দোকান পাট , মাধবদী প্রাইম জেনারেল হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান পাট , মেয়রের বাড়ি সংলগ্ন বিভিন্ন দোকান পাট ভাংচুর ,সহ ভিপি হাফেজের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
.    জানা গেছে জামাত বিএনপি ও তাদের শরীক দলগুলোর ক্যাডারদের আক্রমণের মুখে পড়ে মাধবদীর মেয়র আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক আত্ম রক্ষার জন্য নেতাকর্মীসহ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স সোনালী টাওয়ারে উঠলে বিএনপি জামায়াত জোটের ক্যাডাররা সেখানে হামলা চালিয়ে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে , বিধ্বস্ত করে দিয়েছে পুরো টাওয়ার।
.    মেয়র হাজি মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সোনালী টাওয়ারে আটকা পড়লে বিএনপি জামায়াত জোটের ক্যাডাররা টাওয়ারে আগুন ধরিয়ে দিয়ে শ্লোগান দিতে থাকে ও অগ্নিসংযোগ , ভাংচুর ও লুটপাট করে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে।অপরদিকে গুঞ্জন উঠেছে এ ঘটনা চলা কালীন সময়ে একটি অসাধু চক্র মাধবদী শহরের কোন এক গোপন স্থানে বসে একটি গোপন বৈঠক করেছে বলেও সংবাদ পাওয়া গেছে।

.     জানা যায় , মেয়রের সোনালী টাওয়ারে অগ্নিসংযোগ , ভাঙচুর ও লুটপাট চলা কালীন মাধবদী থানা পুলিশ ও মাধবদী ফায়ার সার্ভিস টিম নিস্ক্রিয় ভুমিকা পালন করেছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ।
মাধবদী পৌরসভা একটি সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠান সন্ত্রাসীরা এই সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট করে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে অথচ সরকারি প্রতিষ্ঠান রক্ষা করতে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস টিম কোন প্রকার ভুমিকা নিতে চোখে পড়েনি।
মাধবদী এলাকার সচেতন নাগরিকগন আরও বলাবলি করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস টিম যেখানে সরকারি সম্পদ রক্ষা করতে অনিহা প্রকাশ করেছেন সেখানে সাধারণ মানুষের জানমালের কি নিরাপত্তা দিবে তারা ? এলাকার সচেতন নাগরিকগন ধারণা করছেন মাধবদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিমের ভুমিকা ছিল রহস্য জনক।
.    অপরদিকে বর্তমান পরিস্থিতিতে মাধবদী শহরে থমথমে ভাব বিরাজ করছে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করতে পারছেন না , সারাক্ষণ আতংকে দিন কাটাচ্ছেন । আন্দোলনকারীরা মাধবদী বাজার লুটপাট অগ্নিসংযোগ করতে আসলে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক কাউন্সিলরবৃন্দ ও তার রাজনীতি সহকর্মী আওয়ামী লীগের একটি অংশ আন্দোলনকারীদেরকে বাঁধা সৃষ্টি করেন প্রতিরোধ গড়ে তোলেন , প্রথমে আন্দোলনকারীরা পিছু হটে যায়। পরবর্তীতে একটি কালো হাতের ইশারায় সংঘবদ্ধভাবে এসে মেয়রকে অবরুদ্ধ করে পৌরসভা ভবন , আনন্দী চৌরাস্তা মোড় , মেয়রের বাড়ি , ভিপি হাফেজের বাড়ি এবং অন্যান্য স্থাপনা ভাংচুর অগ্নি সংযোগ করে। নরসিংদী জেলায় বিএনপি ও জামায়াত শিবিরের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি লিমনের নেতৃত্বে ও মাধবদীতে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে , বাকি কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আন্দোলনকারীদের বিরুদ্ধে মিছিল মিটিং করতে দেখা যায়নি এবং প্রতিরোধ করতে দেখা যায়নি ।

Daily Frontier News