Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীর বড় বাজারে সয়াবিন তেল নিয়ে চলছে তুঘলুকি কান্ড চড়া দাম দিলে মিলছে সয়াবিন

 

নরসিংদী বড় বাজার ঘুরে এসে মাসুদ রানা বাবুল ঃ-

আবারো সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ৩৮ টাকা বর্ধিত করলো কর্তৃপক্ষ বর্তমানে প্রতি লিটার এর মূল্য ১৯৮ টাকা নির্ধারণ কার্যকর শনিবার থেকে। এ দাম বাড়ানোর বিষয়ে মিডিয়াতে /টেলিভিশনে /পত্রিকায় ঘোষণার সাথে সাথেই অনেক দোকানিরা ঘোষণার দু’দিন আগে থেকেই অনেক অসাধু সিন্ডিকেট চোরাকারবারি দোকানিরা এই সয়াবিন তেল ২১০ টাকা ২২০ টাকা লিটার প্রতি বিক্রি করছে। আবার অনেক চোরাকারবারি দোকানিরা বেশি দামে বিক্রি করার আশায় তেল সরিয়ে ফেলেছে বা লুকিয়ে রেখেছে।তেল খুঁজে পাওয়া যাচ্ছে না ,তেল গেল কোথায়।যার কারণে সাধারণ শ্রমজীবী দরিদ্র মানুষ দিশেহারা। সাধারণ দরিদ্র হতদরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে সয়াবিন এর মূল্য বাড়ানোর ফলে তারা চরম হতাশা গ্রস্থ ।এই বিষয়গুলো সরকারের সু নজর দেওয়া উচিত বা অসাধু চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।কিভাবে তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো যেতে পারে এ দাবি এখন দরিদ্র হতদরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের প্রাণের দাবি। নরসিংদী বড় বাজার এর বেশিরভাগ দোকানে সয়াবিন তেলের ৫ লিটার, ১/২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না চড়া দাম হাঁকাচ্ছে তাদের কথামতো টাকা দিলেই তেলের বোতল মিলছে , খোলা তেল বিক্রি করছে না অনেক দোকানিরা বলছে আমাদের কাছে তেল নেই কিন্তু তাদের চাহিদা মতো টাকা দিলে তেল মিলে এ ব্যাপারে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আজ বাংলাদেশ তেল সিন্ডিকেটের কাছে জিম্মি সয়াবিন তেল দিয়ে যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটতে পারে এ ব্যাপারে সরকারের উদ্যোগ মহলের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল । নরসিংদী বড় বাজারে সয়াবিন তেল সিন্ডিকেট সক্রিয় সয়াবিন তেল কিনতে আসা কামাল মিয়া জানান ৫/৭ দোকানে গেলাম তেল পেলাম না ৩২০টাকা লিটার দিয়ে তেল পেলাম এখন আধা লিটার তেল কিনে নিয়ে যাচ্ছি, হাসিনা বেগম জানান ডালিয়া বেগম জানান তেলের দাম শুনে মাথায় হাত দিলাম ২৩০ টাকায় ১লিটার তেলের বোতল কিনলাম । নরসিংদী বড় বাজারের সয়াবিন তেলের মূল সিন্ডিকেট কামাল অয়েল মিল , আসাদ এন্টারপ্রাইজ সহ একাধিক বিক্রেতা অনুসন্ধান চলছে আমাদের সাথে থাকুন

Daily Frontier News