Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীতে আরো ২৫৬টি ঘর পেলো ভূমিহীন গৃহহীন পরিবার

 

 

মাসুদ রানা বাবুলঃ-

 

প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে তৃতীয় পর্যায়ে গতকাল বৃহস্পতিবার নরসিংদীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আরো ২৫৬ টি ঘর বিতরণ করা হয়েছে। এর মধ্যে রায়পুরা উপজেলায় ৩৭টি, শিবপুর উপজেলায় ২৯টি, পলাশে উপজেলায় ৪২, মনোহরদী উপজেলায় ১০৪টি ও বেলাব উপজেলায় ৪৪টি ঘর রয়েছে।
মনোহরদীতে ১০৪টি উপকারভোগী পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
রায়পুরায় দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন নরসিংদী’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
শিবপুরে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
বেলাবতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন শাহিন।
পলাশে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আফসানা চৌধুরী। এসময় সাথে ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌরসভার মেয়র আল-মোজাহিদ হোসেন তুষার প্রমুখ।

Daily Frontier News