Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-

 

নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা হল রোমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ – বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুছরাত ফেরদৌসী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (অব) সাইফুল জাহান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, হাবিবুর রহমান, আক্তার হোসেন ছুবা, ছালিক মিয়া, ইমদাদুল হক, নোমান হোসেন প্রমূখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতির টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Daily Frontier News