Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার থেকে প্রায় ১কোটি পোনা মাছ অবমুক্ত করেন মৎস্য কর্মর্কতা

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় নবীগঞ্জের প্রতিটি হাট বাজারে জেলেরা পোনা মাছ ধরে বাজারে বাজারে বিক্রয় করছে। গোপন সংবাদের মাধ্যমে এমন খবর নবীগঞ্জ মৎস্য কর্মকর্তারা পেয়ে সাথে সাথে উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা শুরু করেন। এতে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজার, গোপলার বাজার, টুকের বাজার, বাংলা বাজার, নবীগঞ্জ বাজার ও আনমনু বাজারে অভিযান পরিচালনা করে ৪০ পাতিল জব্ধ করে টাকি ও শোল মাছের পোনা প্রায় ১ কোটি পোনা মাছ জব্ধ করেন। পরে জব্ধকৃত পোনা মাছ জন সম্মূখে কুশিয়ারা নদী সহ অন্যান্য নদীতে অবমুক্ত করেন, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। এ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ক্ষেত্র সহকারী উজ্জ্বল দাশ ও প্রবীর কুমার দাশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ অভিযান শেষে সকলের উদ্দেশ্যে বলেন, যেখানেই মাছের পোনা বিক্রয় হইবে দয়া করে আমাদের জানাবেন। এ দিকে আমরাও মনিটরিংয়ে আছি। পোনা রক্ষা না করতে পারলে দেশে মাছের সংখ্যা কমে যাবে। তাই এটা রক্ষা করতে হবে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, প্রথম বারের মতো তাদের এবার সাময়িক শান্তি দেওয়া হয়েছে। এরপরও যদি পাওয়া যায় তাহলে আমরা উপজেলা প্রশাসন নিয়ে মাঠে নামবো।

Daily Frontier News