Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জ- আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির ২য় ত্রি বার্ষিক নির্বাচনকে ঘীরে উৎসব বিরাজ করছে প্রার্থী ও ভোটারদের মধ্যে

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

 

রাত পুহালেই নবীগঞ্জ- আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির ২য় ত্রি- বার্ষিক নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘীরে উপজেলার বিভিন্ন হাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার পোস্টার ও লিপলেটে সয়লাভ হয়ে ওঠেছে। প্রার্থীরা বিভিন্ন
ভোটারদের কাছে দৌড় ঝাপ শেষের দিকে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ২জন, সহ সভাপতি ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ৪জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাদক্ষ পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার সম্পাদক ৩জন, সদস্য পদে ৬জন। ৪২৩ ভোটের মধ্যে ২৭জন প্রার্থী। এতে ব্যালেট পেপারের মাধ্যমে ১১জন বিজয়ী হবেন। শনিবার (২৬ নভেম্বর) আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে ঘীরে স্কুল ও কলেজ গ্রেইটের সামনে শুক্রবার বাদ জুম্মার নামাজের পর থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যানার পোষ্টার লাগাতে ব্যস্ত দেখা যায়। কে হাসবে বিজয়ের হাসি, এই জল্পনা-কল্পনা চলছে বিভিন্ন হাট বাজারের চা স্টল সহ গুরুত্বপূর্ণ স্থানে।

Daily Frontier News