নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-
জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (৪ মে) বিকাল থেকে মধ্য রাত পর্যন্ত সিনিয়র ওই শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এতে নবীগঞ্জের সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমেদ এর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক মুহিবুর রহমান তছনু’র সাথে অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের একাংশের কুশল বিনিময় করা হয়েছে।
এসময় কুশল বিনিময়ে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সিনিয়র সহ সভাপতি ক্বারী আব্দুল কাইয়ুম, সহ সভাপতি সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক আব্দুল রহিম, সাংবাদিক স্বপন রবিদাশ, কাওয়াল শিল্পী আনার মিয়া, ব্যবসায়ী মুহিবুর রহমান প্রমুখ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কুশল বিনিময়ের মধ্যে দিয়ে এক আনন্দ বিরাজ করছিল।
উপস্থিত সকলেই নবীগঞ্জের সহযোদ্ধা সাংবাদিক ও সাবেক কাউন্সিলার এটিএম সালাম এর স্ত্রী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং সৃষ্টিকর্তার কাছে উনার সহধর্মিণীর জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics