বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
হবিগজ্ঞের নবীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক) শ্রেণির উপকারভোগিদের মধ্যে জমি ও গৃহ প্রদান
৩য় পর্যায়ের ২য় ধাপ কার্যক্রম প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নবীগঞ্জ উপজেলার আলমপুর (জয় বাংলা পল্লী) ও বৈঠাখালে (মুজিব স্বপ্নলোক) পল্লিতে ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, মাওলানা মাহবুবুর রহমান ও গীতাপাঠ করেন, সুকেশ চক্রবর্তী। এতে স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। এতে
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেল আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন সহ আরো অনেকেই।
প্রধান অতিথি শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কল্যানে কাজ করছেন। তিনি আরো বলেন, যাদের বাড়ি নেই, তাদেরকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। এদেশের একজন মানুষ ও যেন আশ্রয়হীন না থাকে সে দিকে লক্ষ রেখেই কাজ করছেন প্রধানমন্ত্রী। আলোচনা সভা শেষে অতিথিরা উপকাভোগীদের হাতে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
এর পূর্বে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনের মাধ্যমে নবীগঞ্জের ৫০ পরিবারের ঘরসহ ৬৬ হাজার ১৮৯টি গৃহহীন পরিবারকে ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics