Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে মানব প্রাচারকারী ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলী হোসেন পুলিশের হাতে গ্রেফতার

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- 

নবীগঞ্জ থানা একদল পুলিশ বিশেষ অভিযানে মানবপাচারকারী ও প্রতারক তিনটি মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী এস,এম আলী হোসেন গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায়, এস এম আলী নামে সিলেট গোলাপগঞ্জ থানার জিআর- ২২৪/১২, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ৩ বছরের সাজা ও বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, ২য় আদালত ঢাকা এর দায়রা নং-৮৭৫৮/১০, ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর ১ বছরের  বিনাশ্রম কারাদন্ড সহ (৩০ লক্ষ) টাকা অর্থদন্ড ও বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, ঢাকা এর সিআর- ২৪২/১১, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড মামলার ২ বছরের সাজা সহ ৩টি ওয়ারেন্টে মোট ৬ বছরের সাজা ও সিআর-৫৫৯/২২(নবীঃ) ধারা-৪০৬/৪২০ পেনাল কোডের মামলা রয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নিকনির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই মোঃ নাজমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন উত্তরা থানা এলাকা থেকে গতকাল (১১জুলাই) রাত অনুমান ১২টা ৩০মিনিটের সময় আসামী এস এম আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত আসামী হলো, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের সঞ্জব আলীর পুত্র এস, এম, আলী হোসেন (৩৫)।

এ ব্যাপারে মানবপাচারকারী ও প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Daily Frontier News