বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
সময়ের অধিকার, কন্যা শিশুই অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা ও শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম সহ আরো অনেকেই।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে নারী শিক্ষার ভূমিকা কোন বিকল্প নাই। এজন্য কন্যা শিশুদের প্রযুক্তি বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানানো হয়।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics