বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-
নবীগঞ্জের কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা হাওরে জমিতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে শাফিকুল ইসলাম (২৬) নামের এক কৃষক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ সে ওই গ্রামের কৃষক জমিরুল ইসলামের পুত্র৷
জানাযায়, উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা গ্রামের হাওরে (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল অনুমান ১১টার দিকে প্রতিদিনের মতো অন্যান্য কৃষকের সাথে ফসলী জমিতে কাজ করতে যান শাফিকুল ইসলাম। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত সহ বৃষ্টি নামলে জমিতে কর্মরত অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এখবরে তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics