Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে এক যুগ ধরে নিখোঁজ মায়ের অপেক্ষায় তার সন্তানরা! বেঁচে আছেন কি না তাও তারা জানেনা !

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-

 

বিগত ২০১০ সালের প্রহেলা অক্টোবর নিখোঁজ হন দুই সন্তানের জননী রাবিয়া বেগম। তার দুটি সন্তান রয়েছে। তারা তাদের মাকে পাওয়ার জন্য দীর্ঘ এক যুগ ধরে নানান স্থানে খোজাখুজি করে না এখনও মায়ের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তারা প্রতিনিহতই মনে করেন আজ হয়তো আমাদের মা’র কোন সন্ধান পাবো। কিন্তু না দিনের পর দিন যায় রাত আসে তাদের মা তো আর ফিরে আসেন না। বা তারাও তাদের মায়ের কোন খোঁজ খবর পাচ্ছেনা।
নিখোঁজ মহিলা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর মৃত সাজন মিয়ার কন্যা ও একই গ্রামের আব্দুল মতিন এর স্ত্রী রাবিয়া বেগম (৪৮)। তার ঐরসজাত দুটি সন্তানও রয়েছে। এর মধ্যে মেয়ে শাবানা বেগম
বড় মেয়ে ও মোঃ শাজাহান আহমেদ রমজান ছোট ছেলে।
তারা এখনো কান্নাভেজা হৃদয়ে তাদের মায়ের সন্ধানের অপেক্ষায় পাগল প্রায়। তারা জানেন না তাদের গর্বধারনী মা’জননী বেঁচে আছেন না কি পরপারে চলে গেছেন। তবুও বুক ভরা আশা নিয়ে মায়ের প্রতীক্ষায় প্রহর গুনছেন। এই নিখোঁজ মায়ের সন্ধানের তাদের সন্তানরা যদি কোন সু-হৃদয়বান ব্যাক্তি পান বা কোন তথ্য দিতে পারেন তবে, তাদের প্রতি আমরা আজীবন চির কৃতজ্ঞ থাকবো।

সন্ধান প্রার্থী
মা হারা সন্তান
মোছাঃ শাবানা বেগম ও মোঃ শাজাহান আহমেদ রমজান।
মোবাইল: ০১৭১৭৯৫০৯৬৩

Daily Frontier News