বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে সরকারী খাস খতিয়ানের ভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও পূণরায় বহাল তবিয়তে রয়েছে বলে একটি ভূমিখেকো চক্রের বিরোদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে ৷ এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷
অভিযোগে উল্লেখ ও সরেজমিন ঘুরে জানাযায়, ওই উপজেলার উমরপুর গ্রামের মৃত রব্বান মিয়ার পুত্র ইয়াওর মিয়া ও তার লোকজন কর্তৃক জবর দখলকৃত করে উমরপুর মৌজার ১নং সরকারী খাস খতিয়ান ভুক্ত ১২৩৫ নং দাগে ০.২৮ একর খাল রকম ভূমি অবৈধভাবে মাটি ভরাট করে পাকা পিলারের টিনের চাওনী যুক্ত ঘর ও ১২ শতক ভুমিতে পুকুর খনন করে অবৈধভাবে ভোগ দখল করে স্থানীয়দের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃস্টি করেন৷ এতে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহিদুর রহমান উক্ত দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জাতীয় নদী রক্ষা কমিশন ঢাকা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন অধিকতর তদন্ত শেষে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ এর তত্বাবধানে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত হয়ে গত ১৩ এপ্রিল ২০২২ ইং তারিখে উক্ত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী খাস খতিয়ানের ভূমি উদ্ধার করে লাল নিশানা টানিয়ে সীমানা নির্ধারণ করে আসেন৷ কিন্তু কিছুদিন যে না যেতেই গতকাল (৮ মে) রবিবার বিকেলে আবারো তড়িঘড়ি করে উক্ত ভুমি সরকারী লাল নিশানা তুলে ফেলে ইয়াওর মিয়া ও তার লোকজন আবারো তাহারা ঘর নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন৷ এনিয়ে গ্রামের লোকজনের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে৷
এ ব্যাপারে দখলদার বাহিনীর প্রধান ইয়াওর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি এই ভূমির মালিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমার সাথে অবিচার করেছেন, তাই আমি আবারো এই ভূমি দখলে নেমেছি। আমি ঘর বানাবোই। তিনি আরো বলেন, সরকার যদি মালিক হয় তো জায়গা নিয়ে যাবে। আর ইতা অনেক সময়ের ব্যাপার৷ এদিকে, স্থানীয় ইউপি সদস্য মোঃ সহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান উক্ত জায়গা ও ভূমি অবৈধ দখলদার ভুমিখেকো ইয়াওর মিয়া ও তার লোকজন আইনকানুনের ধার ধারেন না। তাই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তিনি আবারো জবরদখলে মরিয়া হয়ে উঠেছেন৷
এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি৷
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সংক্রান্ত সংবাদ আমরা পেয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন নেয়া হবে৷
অপরদিকে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে৷ যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন মহল৷
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics