মোঃ ফারুক মিয়া,সিলেট :-
জেলা সিলেট শুক্রবার (১০ই জুন) সন্ধ্যা ৬ টায় ধল আদর্শ যুব পরিষদ সিলেট, রেজিঃ নং- সিল-১৩৪৯/২০ এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেষ্টুরেন্টে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন জনাব দেলোয়ার হোসেন দিলু এবং পরিচালনা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন ও জয়ংক কুমার তালুকদার।
সাধারণ সভা শেষে নির্বাচন পর্বের শুরুতে ৭ সদস্য বিশিষ্টি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ৩০ মিনিট সময় নিয়ে গুরুত্বপূর্ণ ৪ টি পদ প্রস্তাব করেন এবং সাধারণ সদস্যবৃন্দ হাত তুলে সমর্থন দেন।
নতুন নির্বাচিত কমিটির সভাপতি- মোঃ সারফুদ্দিন মিয়া তালুকদার,
সিনিয়র সহ-সভাপতি-দেলোয়ার হোসেন দিলু,সহ-সভাপতি- মোঃ আব্দুল সায়েদ,,সহ-সভাপতি- কৃষ্ণ চরন দাশ,সহ-সভাপতি – মোঃ সাহেদ মিয়া, সহ-সভাপতি
,সাধারণ সম্পাদক- মোঃ দেলোয়ার হোসেন,, যুগ্ন সাধারণ সম্পাদক- জয়ংক কুমার তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক-তানভির খান তুহিন
,যুগ্ন সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক – উজ্জ্বল হাসান জীবন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক – আবদাল হোসেন,অর্থ সম্পাদক – সুকেশ চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোঃ ছাদির হোসেন, দফতর সম্পাদক – মিন্টু রায়, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক -জিয়াউর রহমান জিয়া
,শিক্ষা ও পর্যটন সম্পাদক – প্রনয় রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – মাহবুব হাসান জয়,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক – অসিম রায়
,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক – মকবুল হোসেন দবির,নির্বাহী সদস্য – জুবেল আহমদ।
১টি সহ-সভাপতি ও ১টি যুগ্ন সাধারণ সম্পাদক পদ খালি রয়েছে পরবর্তীতে পুরন করা হবে।
এবং পূর্বের আহবায়ক
আহবায়ক কমিটির সদস্যবৃন্দ –
কৃষ্ণ চরন দাশ, মোঃ আব্দুল সায়েদ, জয়ংক কুমার তালুকদার,মোঃ সাহেদ মিয়া,সুকেশ চন্দ্র রায়, সানোয়ার হোসেন, প্রনয় রায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics