মাসুদ রানা বাবুল :-
সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, জনগনের কথা বলার অধিকার, ভোটাধিকার নেই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আঁকাশ ছোঁয়া, জনগনের ক্রয় ক্ষমতার বাইরে। এতে স্পস্ট বুঝা যাচ্ছে দেশে সরকার নেই। দেশে সরকার থাকলেও এ সরকার জনগনের সরকার নয়। যে দাবীতে দেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সে দাবীই এখন জনগনের। তিনি গতকাল বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকান্ড নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবদুল বাসেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, সদর বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সদর বিএনপি সাধারন সম্পাদক ইকবাল হোসেন ,সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি একে, এম, গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খবিরুল ইসলাম বাবুল , স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফম মোস্তাকিম পান্না, সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া , ইলিটন ভুইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, সাবেক জি এস চৌধুরী সুমন, সাবেক এজি এস ছিদ্দিকুর রহমান নাহিদ, মৎস সম্পাদক মোশারফ হোসেন সজল, প্রচার সম্পাদক শম্পা আহমেদ সহ ৬ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তাগণ আরো বলেন, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিন। দ্রব্যমূল্যের সিন্ডিকেড আপনাদেরই। এর জন্য আপনারাই দায়ী। সরকার তা থেকে কোনো ক্রমেই রক্ষা পাবে না। আপনারা দেশে যা করছেন তা তো করছেনতই, জনগণ সামনে কি করবে তা বলা কঠিন। দেশে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তখন পালানো জায়গা পাবেন না। কাজেই সাবধান হয়ে যায়। এখনো সময় আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics