Daily Frontier News
Daily Frontier News

দেবীদ্বারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

 

মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধি:

 

কুমিল্লা দেবীদ্বার উপজেলার পৌর এলাকার বালিবাড়ী হামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ হয়েছে।
আজ ৮ ই মার্চ বুধবার বিদ্যালয়ের হলরুমে এই সভা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. শাহ জালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসাহী আব্দুল কাইয়ুম, প্রধান মেহমান ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন ফকির।

সভায় বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আমির হোসেনের সঞ্চলনায়, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার। ওই সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা সমাবেশে তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, আহামেদ কবির, সুলতান আহাম্মদ ভূঁইয়া, হাজ্বী সাইফুল সরকার, পারভেজ সরকার, আনোয়ার হোসেন ভুট্টু, ডাক্তার আব্দুল হালিম সরকার, মো. আলম, আলাউদ্দীন ফকির সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ওই সভার প্রধান মেহমান গিয়াস উদ্দীন ফকির বলেন, আপনার সন্তানকে যথাসময়ে বিদ্যালয়ে পাঠান। প্রথমিক বিদ্যালয়ে এখন আপনার সন্তানের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা দিচ্ছে।

Daily Frontier News