সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:-
দুই যুগেরও বেশি সময় আদালত পাড়ায় দৌড়ঝাঁপ শেষে কোর্ট নিয়মানুসারে জমি দখলে গেলেন মানিকগঞ্জের রোকিয়া বেগম।
গত ২০ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা স্থানীয় জনগনকে সাথে রেখে পিতার দেয়া ফসলি জমি পুনরায় নির্মাণ করেন। ঘটনাটি ঘটে জেলার সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ মধ্যকান্দি গ্রামে। বসতবাড়িকে ফসলি জমি তৈরি করতে ভেকুর সাহায্য নেয়া হয়েছে এবং এক্ষেত্রে প্রশাসন বরাবর আবেদনও করা হয়েছে বলে জানা যায়।
জমি সংক্রান্ত বিষয়ে জানা গেছে, রোকিয়া বেগমকে তার পিতা আব্দুল কুদ্দুস এই জমি তাকে দান এবং সেই সাথে দলিলও করে দেন। কিন্তু মাঝখানে সমস্যা হয়ে দাড়ায় সৎ ভাই মোঃ লাল চান। সৎভাই লাল চান স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় জসলি জমিকে ভিটা বানিয়ে জোরপূর্বক বসতবাড়ি তৈরি করে বসবাস করছিলেন।
মোসাঃ রোকিয়া বেগম বাবার দেয়া হরগজ মৌজার আর এস ১২৬৯ দাগের ৬২ ডিং ভূমি সৎভাই লাল চানের কাছ থেকে নিজ দখলের জন্য বিজ্ঞ আদালত বরাবর আর্জি করলে স্বপক্ষ রায় দেন। এবং পরবর্তীতে ডিগ্রী জারির আবেদন করলেও তাতে মোসাঃ রোকিয়া স্বপক্ষে রায় পায়। এবং মহামান্য আদালত দেওয়ানী ডিগ্রীজারি ০২/২০২০ নং মামলার দখলী কার্যক্রম সম্পাদন করতে সংশ্লিষ্ট আদালতের নাজির, কমিশনার এ্যডভোকেট মোঃ আবদুল বাসেতসহ প্রয়োজনীয় ফোর্স নিয়ে দখলের নির্দেশ দেন। প্রথম ধাপে প্রশাসনের উপস্থিতিতে লাল চানকে উচ্ছেদ করা হয় এবং গত শুক্রবার ভিটা জমিকে পুনরায় ফসলি জমিতে রুপান্তর করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics