হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি ।।
দীর্ঘ এক যুগ পর নিজ গ্রাম কুমিল্লার তিতাসের কাপাশকান্দিতে এলেন চিত্রনায়ক ফেরদৌস।
আজ ২৪ মে বুধবার সকাল ১১ টায় কাপাশকান্দি মডেল একাডেমীর নিয়োগ পরীক্ষায় নিয়োগ দিতে
সভাপতি হিসেবে আসেন তিনি।
এসময় সাংবাদিকদের সাথে আলাপচাড়িতায় তিনি বলেন, এটি আমার রাজনৈতিক সফর নয়। স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ দিতে পেরেছি, তাতেই আমি খুশি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করব। আদারওয়াইজ আমার কোন চাওয়া নাই।
এর আগে তিনি কাপাশকান্দিতে এলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তাকে এক নজর দেখতে হাজার হাজার জনতা ভীড় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফেরদৌসের ছোট ভাই চিত্র নায়ক তৌফিক, বিদ্যোৎসাহী সদস্য ও তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমূখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics