মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
চলছে শ্রাবন মাস। দিনভর বৃষ্টি হচ্ছে। কখনো ভারি বর্ষণ,কখনো গুঁড়ি গুঁড়ি। থেমে থেমে সারাদিন বৃষ্টি চলছে। যার ফলে দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারো ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ,কারো আবার বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চিন্তায় কাটছে দিন।
সীমাহীন দূর্ভোগে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,এক শ্রেণির খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যেই চালিয়ে যাচ্ছেন নিজের কর্ম।
অপরদিকে কৃষাণের কাজ থেমে থাকলেও থেমে নেই ভ্যানচালকের ভ্যান চালানো। ভ্যানের ওপরে পলিথিন টানিয়ে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভাড়া নিয়ে ছুটে চলছেন বিভিন্ন এলাকায়। এমনই একজন ভ্যান চালক নাহিম ।
তিনি বলেন, মাথায় কিস্তির চাপ,তাই ঘরে না থেকে টাকা আয় করতে বেরিয়ে পড়লাম। তবে কিস্তির টাকা জোগাড় করা মনে হয় সম্ভব হবে না।
অপর একজন কলার দোকানি ফয়সাল মোল্লা বলেন, ‘বৃষ্টির দিনে বেচা-কেনা খুবই কম। ছেলেটার প্রাইভেট খরচের টাকা জোগাড় করতেই কলা বিক্রি করতে এসেছি তবে পুরো কলা মনে হয় আজ বিক্রি হবে না।
এদিকে নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। বৃষ্টি ঘন দিনে চায়ের দোকানের আড্ডা চলছে সমানে।
দেশে চলমান ঘটনা নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে বাজিমাত কথা। সঙ্গে সমানে ফুকাচ্ছেন চা ও বিড়ি। চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা হলে তারা জানান,সারাদিন বৃষ্টি হচ্ছে,বাড়ি থেকে আর কি করব,তাই চলে আসলাম চায়ের দোকানে। বৃষ্টিতে বাড়ি থাকতে ভালো লাগে না দোকানে এসে লোকের সঙ্গে কথা বললে সময় কেটে যায় তাই চায়ের দোকানে বসেই গল্প গুজব করছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics