তাহিরপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় অবৈধ কয়লা আটক করেছে বিজিবির জোয়ান ।
৩০ মে সোমবার ভোর ৫টার সময় ট্যাকেরঘাট বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৩,০০০/- টাকা।
অন্য দিকে ৩০ মে সোমবার সকাল সাড়ে ৬ টার সময় লাউরগড় বিওপির টহল একবিশেষ অভিযান চালিয়ে, উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,৯০০/-
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় কয়লা এবং পাথর শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics