Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুর সীমান্তে কয়লা, কাঠ, পাথর, কাঠ বডি নৌকাসহ ইঞ্জিন আটক। 

 

 

তাহিরপুর প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় অবৈধ কয়লা, পাথর, গোল কাঠ, নৌকাসহ ইঞ্জিন আটক

২৯ মে রবিবার রাত আড়াই টার সময় লাউরগড় বিওপির টহল এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর সংলগ্ন সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে, ৪০ ঘনফুট ভারতীয় পাথর, ৫টি বারকী নৌকা, ১টি কাঠবডি নৌকা এবং ২টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৪৪,৮০০/- টাকা।

 

অন্য দিকে ২৮ মে একই বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর হতে, ২,৪০০ কেজি ভারতীয় কয়লা, ৬০ ফুট ভারতীয় কাঠ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ২৭১,২০০/- টাকা।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক পিএসসি পরিচালক মোঃ মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ভারতীয় কাঠ বনবিট কার্যালয় এবং , কয়লা, পাথর, বারকী নৌকা, কাঠবডি নৌকা ও ইঞ্জিন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Frontier News