আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশী। রমজান মাস সিয়াম সাধনার মাস। এই একটি মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে খুশী ও শান্তির বার্তা নিয়ে আগমন ঘটায় ঈদুল ফিতর। আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা উপজেলা-সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।
সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি উপজেলাসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ”ঈদ মোবারক”
তিনি আরো বলেন, মুসলিমদের সর্ব বৃহৎ উৎসব হচ্ছে ঈদ, প্রতি বছর রমজানে মাসব্যাপী রোজা রাখার পর আমাদের মাঝে আনন্দ আর অনাবিল খুশীর বার্তা নিয়ে চলে আসে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের আনন্দ ও খুশি ছড়িয়ে পড়ুক তাহিরপুর উপজেলাসহ সারা দেশের সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে। ঈদুল ফিতরের উৎসবকে ঘিরে মুসলিমদের মাঝে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচারসহ সবকিছু মুছে গিয়ে তৈরি হোক ভ্রাতৃত্ববোধ, মানবতা ও সহানুভূতি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics