এস এ আখঞ্জী : হঠাৎ পাহাড়ি ঢলের আক্রমণে, ৫০ হেক্টর বাদাম ক্ষেতের রঙিন স্বপ্ন পানিতে নিমজ্জিত, দিশেহারা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাম চাষীরা।
উপজেলার প্রধান প্রধান নদীগুলিতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে
নদী তীর বয়ে ফসলি জমিতে হানা দেওয়ার ফলে বাদাম, শস্য সহ জ্যেষ্ঠ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছ তাহিপুর-বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সড়কের।নষ্ট হচ্ছে মৌসুমী সবজি।
উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওরবেষ্টিত গ্রাম গুলো আফাল ঢেউয়ে, ভাঙ্গছে বসত ভিটা।
দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মোরাদ বলেন, তার এলাকার দিন মজুররা ঢলের পানির কারণে ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উর দৌল্লা বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ৭০ হেক্টর জমির ইরি ও বোরো ধানের ক্ষতি হয়েছে। ৫০ হেক্টর জমির বাদাম গাছ পানিতে তলিয়ে গেছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, ‘সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics