Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ ::

 

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে থানা পুলিশের ১নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিট অফিসার এসআই আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর থানার এসআই শাহাদাত ও এসআই মৃদুলসহ অনেকেই।

সভায় বক্তারা পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন। তাই পুলিশ আর জনতার পারস্পারিক সম্পর্ক হবে সৌহাদ‍্যপূর্ণ এমনটাই মনে করেন সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও গণ্যমান‍্য ব‍্যক্তিগণ।

এ সময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও গণ্যমান‍্য ব‍্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Daily Frontier News