Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে বন্যা, বানভাসিদের দুর্ভোগ চরমে

 

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

বন্যার কবলে পড়ায় বানভাসিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সুনামগঞ্জের তাহিরপুরে। নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল একই সঙ্গে ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এতে করে বন্ধ হয়ে পড়েছে উপজেলা সদরের সঙ্গে আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা অপরদিকে নতুন করে আবারও তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় ডুবছে রাস্তাঘাট, ঘরবাড়ি, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান। রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়ছে এসব অঞ্চলের বানভাসি লোকজন। হাওরের ঢেউয়ের কবলে ভাঙছে বাড়িঘর।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সুরমা যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীসহ সুনামগঞ্জের সবগুলো নদ-নদীর পানি বাড়ছে। বুধবার (১৫ জুন) বেলা ১২টার দিকে সুরমা নদীর পানি বিপদসীমার ২৬সেন্টিমিটার উপর দিয়ে ও যাদুকাটা নদীর পানি বিপদসীমার ৭.১৬ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানিয়েছেন, কবলিত এলাকায় ত্রাণ বিতরণে জন্য বরাদ্ধ এসেছে। দুর্গত এলাকায় এসব বরাদ্ধ বিতরণ করা হবে।

Daily Frontier News