Daily Frontier News
Daily Frontier News

তাহিরপুরে বন্যাদুর্গতদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

তাহিরপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ।

বুধবার (২২ জুন) সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে পানিবন্দি, অসহায় লোকজনের খোঁজ-খবর নেন এবং নিজস্ব অর্থায়নে শুকনো খাবার বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ।

বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিড়া, গুড়, বিস্কুট, দুধ, সাবান, আলু ও পেয়াজ বিতরণ করা হয়।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ এরশাদ বলেন, আমি বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

Daily Frontier News