Daily Frontier News
Daily Frontier News

তালা খলিষখালীর শৈব বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে কামরুজ্জামানের প্যানেল জয়

 

 

আল আমিন সরদার স্টাফ রিপোর্টার

 

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তালার খলিষখালীর শৈব বালিকা বিদ্যালয়ে ৪-১ সদস্যের বিপরীতে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে বিজয়ী হয়েছে সরদার কামরুজ্জামানের প্যানেল । শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যান্ত শৈবাবালিকা বিদ্যালয়ে চলে এই নির্বাচন। সকাল থেকে প্রশাসনের কড়া নিরাপর্তায় কোন প্রকার বিশৃঙ্খল ঘটনা ছাড়াই সম্পন্ন হয় নির্বাচন । তালা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন, বই প্রতিকে প্রার্থী তাপস পাল (মনা),ফুটবল প্রতিকের প্রার্থী নরিম মোড়ল, মোরগ প্রতিকের প্রার্থী আবু দাউদ সরদার, ও গোলাপ ফুল প্রতিকে ঝর্না পাল। অপরদিকে সাংবাদিক মোজাফ্ফর রহমানের প্যানেলে একমাত্র টিউবয়েল প্রতিকে আছাদুল সরদার জয়লাভ করেন।
নির্বাচনে মোট -৩০৬ ভোটারের মধ্যে ২৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসময় সরদার কামরুজ্জামান বলেন, জনগন সাথে ছিল বলে আজ আমি জয়ী হয়েছে। বিদ্যালয়ের সভাপতি নির্বাচন হওয়ার পরে বিদ্যালয়ের সকল উন্নয়ন মুলক কর্মকান্ড আরো গতিশীল করা হবে।

Daily Frontier News