Daily Frontier News
Daily Frontier News

তালা উপজেলার খলিশ খালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাতে ছাত্র আহত

শাহীন বিশ্বাস সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

জেলা তালা উপজেলা পাটকেলঘাটা থানাধীন নয় নাম্বার খলিশখালী ইউনিয়নের ছয় নম্বর কাশিয়াডাগ দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক এর হাতে ছাত্র আহত এমন প্রশ্ন সবার মুখে।

এ ব্যাপারে আহত বড় ভাই সবুজ যানান আমার ছোট ভাই কাশিয়াডাগা দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্র সে মোবাইল ফোন নিয়ে যাওয়ার কেন্দ্র করে আমার ছোট ভাইয়ের মারধর করে গুরুতর জখম করে আমি যানতে পারলে ঘটনাস্থলে যায় যে শুনি তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে সে নিজেই যে একটা অভিযোগ করছে

এ ব্যাপারে ছাত্র গোলাম রসুলের কাছে জানতে চাইলে তিনি জানান 18 তারিখ বুধবার সকাল 11 টার দিকে আমি মোবাইল ফোন নিয়ে যায় বিকাশ থেকে টাকা উঠানোর জন্য হুজুর আমার কাছে মোবাইল চাইলে আমি বলি মোবাইলটা টাকা উঠাতে নিয়ে এসেছি টাকা উঠে আবার বাড়িতে রেখে আসবে কিন্তু হুজুর আমার কথা না শুনে আমাকে বেদম মারধর করে করে বলি আমার হাত ব্যাথা করছে আমি বাড়িতে যাব সে আমাকে যেতে না দেওয়াই আমার পাঞ্জাবির কলার ধরে অফিস কক্ষে নিয়ে যায় নিয়ে মারধর করে পরবর্তীতে গ্রাম্য ডাক্তার দিয়ে আমাকে চিকিৎসা করে আমি সুস্থ হয়ে থানায় একটা অভিযোগ করি পরে সবাই আমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে বাড়িতে আমি এ ব্যাপারে কোনো বিচার পাই নাই আমি এব্যাপারে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে গোলাম রসুলের মাথা জানাই আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে আমরা কিছু করলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে এমন কথা বলে বাধ্য হয়ে থানা থেকে চলে আসি তো আর কিছু করার নাই আমার ছেলেকে মেরে আহত করার বিচার চাই।

এ ব্যাপারে কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ বিষয়ে তোমাদের জবাব দিতে রাজি নয় যদি বলতে হয় তাহলে আমাদের স্কুল কমিটির আগে ডাকবো তার পরে তোমাদের কথার উত্তর দেবো বলে খারাপ ভাষায় কথাবার্তা বলে

এ ব্যাপারে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন রায় কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়ে ছিলাম কিন্তু অভিযোগের বাদী নিজেই বলছিল আমি ক্ষমা করে দিলাম তাই শালির বিচারের মাধ্যমে ক্ষমা করা হয়েছে।

Daily Frontier News