Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ায় বিদ্যুতস্পৃষ্টে স্বামী – স্ত্রীর করুন মৃত্যু।

 

 

মোঃ শহিদুল ইসলাম / বিশেষ প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় দুপুরের ভাত খেতে যেয়ে রান্না ঘরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক দম্পত্তি’র মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুলটি গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, কুলটি গ্রামের কৃষক অভিজিত বিশ্বাস(২৬) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বাস(২৩) দুপুর আড়াই টার দিকে রান্না ঘরে ভাত খেতে যায়। ঘটনার সময় ঘরের টিনের চালে বৈদ্যুতিক সট লাইন থাকায় টিনের ভেড়ায় বিদ্যুত সংযোগ প্রবাহিত হয়। ভেড়ার স্পর্শ করলে ওই দম্পত্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে প্রতিবেশিরা ছুটে এসে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন। এসময় তাদের তিন বছর বয়সী শিশু অর্ণা বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যায়। তবে শিশুটি এখন আশংকামুক্ত বলে জানা গেছে।

Daily Frontier News