মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা উত্তরণ এর আমার প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে খাসজমি এবং মুসলিম নারীর উত্তারাধীকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মে) সকালে শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আকতার স্বপন। সভায় বক্তব্যদেন উত্তরণ ডুমুরিয়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল আলিম গাজী,পি,সি মোঃ মনিরুজ্জামান জমাদ্দার, এ,পি,সি সিরাজুল ইসলাম,এ্যাডভোকেট মেজবাহুররহমান,সাংবাদিক জি,এম আব্দুস ছালাম,শেখ হেদায়েতুল্লাহ,আব্দুল লতিফ মোড়ল,শেখ আব্দুস সালাম, গাজী বিলাতে হোসেন, আশরাফুল ইসলাম,সুমন ব্রহ্ম, এস রফিক,আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুলসহ অন্যান সাংবাদিক বৃন্দ। কর্মশালায় ভূমিহীনদের খাসজমি ও জলাশয় বন্দোবস্তো প্রাপ্তিতে সমস্যা এবং মুসলিম আইনে নারীর উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তিতে সমস্যা ও প্রস্তাবনা নিয়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics