মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনা ডুমুরিয়ার চুকনগরে নন্দী ট্রেডিং কর্পোরেশন এর আয়োজনে আনোয়ার সীটের রিটেইলার সম্মেলন ২০২২অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৮জুন) দুপুর দেড় টায়, চুকনগর নন্দী ট্রেডিং কর্পোরেশন এর নিজস্ব কার্যালয়ে, নন্দী ট্রেডিং কর্পোরেশন এর সত্বাধিকারী কৃষ্ণ নন্দীর সভাপতিত্বে,আনোয়ার সিমেন্ট সিডের এস আর এস্কলুটিব মোঃ সালাউদ্দিন’র সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন আনোয়ার সিমেন্ট সিডের
এজি এম সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন আনোয়ার সিমেন্ট সিডের ম্যানেজার মোঃ নুর ইসলাম,শাহিন আলম,জাহিদ হাসান,
নন্দী ট্রেডিং কর্পোরেশন চুকনগরের ম্যানেজার হাফিজুর রহমান,বিস্বজিৎ নন্দী,উত্তম নন্দী,চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশুতোষ নন্দী,সমাজ সেবক অরুণসহ আনোয়ার সিমেন্ট সিডের ৩৫ জন রিটেইলার উপস্হিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরাআন থেকে তেলাওত করেন
হাফেজ নাঈম হাসান ও গীতা পাঠ করেন মুকুন্দ সরকার।
অনুষ্ঠান শেষে রিটেইলারদের মাঝে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics