মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা গ্রামের এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ১ লক্ষ ২০ টাকার ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা।
সোমবার (৩০ মে) রাত সাড়ে ৯ টার দিকে মৎস্য চাষি ফটিক মোড়লের মৎস্য ঘেরে বিষ করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মৎস্যচাষী ফটিক মোড়ল তার পৈত্রিক ২ বিঘা ও হারিকৃত ২ বিঘা সর্বমোট ৪ বিঘা জমিতে দীর্ঘদিন শান্তিপূর্ণ ভাবে মৎস্য চাষ করে আসছিলেন।
ঘটনার দিন তিনি আত্মীয় বাড়িতে থাকায় দূর্বৃত্তরা রাতের আধারে তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ১লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা।
এ বিষয়ে ভুক্তভোগী ফটিক মোড়ল বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে যানা গেছে,
মৎস্য ঘেরে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত ২ ব্যক্তি বিষ প্রয়োগ করেছেন। তাদের সাথে আমার ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। যা নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা কয়েকবার সালিশ বৈঠক করেছেন।
তিনি আরও বলেন আমার ঘেরে বিষ প্রয়োগ করে গলদা,বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ বিষ দিয়ে মেরে আনুমানিক ১লক্ষ ২০হাজর টাকার ক্ষতি সাধন করেছে।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘেরের মধ্যে বিভিন্ন স্থানে মরা মাছ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics